বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলা হবে না বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: বাংলাদেশকে বড় একটা ধাক্কাই দিয়েছে এশিয়া কাপের সূচি। প্রথমবারের মতো টি-টোয়েন্টির ফরম্যাটে হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচই হারানোর শঙ্কা মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের সামনে। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশেই শুরু হবে এশিয়া কাপ। এ টুর্নামেন্ট শেষ হবে ৬ মার্চ।
অন্যদিকে, বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুটি হওয়ার কথা ৪ ও ৬ মার্চ। অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারলে ভারতে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই ৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে বাংলাদেশের অন্য দু প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান জানান, অন্তত একটি প্রস্তুতি ম্যাচ হাতছাড়া হচ্ছে বাংলাদেশের।
এশিয়া কাপেই আমাদের বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলে ৬ মার্চের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে খেলতে পারব। এশিয়া কাপের ফাইনালে উঠলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সময়টাও কমে যাবে বাংলাদেশের। এশিয়ার অন্য তিন টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার এ জটিলতা নেই। সরাসরি সুপার টেনে খেলার কারণে ফাইনালের পর প্রস্তুতি ম্যাচ খেলতেও কোনো অসুবিধা হবে না তাদের।