নানার গল্পে প্রেরণা, খালা রোল মডেল : টিউলিপ

স্টাফ রিপোর্টার: ছোটবেলা থেকেই রাজনীতি করতে চেয়েছেন টিউলিপ সিদ্দিক, অন্য কিছু নয়। রাজনীতি মানে মানুষের সেবা করা এই চেতনা টিউলিপের মধ্যে সঞ্চার করেছেন তার খালা শেখ হাসিনা। খালা তার রোল মডেল। নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চোখে দেখেননি, তার গল্প শুনে অনুপ্রাণিত হয়েছেন।
গতকাল বুধবার স্কলাস্টিকা স্কুল আয়োজিত অনুপ্রেরণাময়ী নারী শীর্ষক একটি আলোচনায় অংশ নিতে টিউলিপ সিদ্দিক গিয়েছিলেন স্কুলটির উত্তরা শাখায়। আলোচনা অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের এই কথাগুলো বলেন তিনি।
সংবাদ সম্মেলনের আগে টিউলিপ মতবিনিময় করেন স্কুল ছাত্রীদের সাথে। স্কলাস্টিকায় তিনি নিজে চার বছর পড়েছেন। গতকাল (আজ) সে স্কুলেই অনুপ্রেরণাময়ী নারী হিসেবে উপস্থিত হতে পেরে তার খুশির কথা জানান। রাজধানীর ৯টি স্কুলের ছাত্রীদের কাছে টিউলিপসহ ২০ জন অনুপ্রেরণাময়ী নারী কথা বলেন। টিউলিপ ছাত্রীদের বলেন, আমি রাজনীতি করতে চেয়েছিলাম। রাজনীতি করছি। তোমাদের যার যা করতে ইচ্ছে হয়, লক্ষ্য ঠিক রেখে তাই করার চেষ্টা করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক ২০১৫ সালের মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের এমপি নির্বাচিত হন। এরইমধ্যে বিরোধী দলে থাকা লেবার পার্টির ছায়া সরকারেও জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই রাজনীতিবিদ।
নির্বাচনে জয়ের পর এক সাক্ষাৎকারে টিউলিপ বলেছিলেন, তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই তিনি রাজনীতি শিখেছেন। লন্ডনে ১৯৮২ সালে টিউলিপের জন্ম হয়। তার জন্মের বেশ কয়েক বছর আগে ১৯৭৫ সালে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকায় সে সময় প্রাণে বেঁচে যান টিউলিপের মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনা।
অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, বড় হয়ে নানার কথা শুনে, যুদ্ধের কথা শুনে রাজনীতি করবো বলে ভেবেছি। নানা মানুষের জন্য কী কী কাজ করতেন, দেশের জন্য কী কী ভাবতেন- এসব গল্প শুনেছি মা-খালার কাছে।