দেশের টুকিটািকি : ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি

পে স্কেলে আর কোন পরিবর্তন নয় : অর্থমন্ত্রী
স্টাপ রিপোর্টার: অষ্টম বেতন কাঠামোতে আর কোনো ধরনের পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় শিক্ষক ও ব্যাংকারদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যায়িত করেন তিনি। গত ১৫ ডিসেম্বর সরকার নতুন বেতন কাঠামোর গেজেট জারির পর থেকে তা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলো আগে থেকে এই বেতন কাঠামোর বিরোধী শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরোধিতার পর সরকারি কলেজের শিক্ষকরা আন্দোলনের কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও আন্দোলনে নেমেছে। আন্দোলনকারীর দাবির বিষয়ে প্রশ্ন করা হলে মুহিত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সোজা কথা, যে যা-ই বলুক, বেতন স্কেল পরিবর্তনের কোনো সুযোগ নেই।

ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি
স্টাপ রিপোর্টার: পৌরসভা নির্বাচনের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ৩০ ডিসেম্বর দেশের দু শতাধিক পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে। এদিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোট দেয়া ও গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো। তবে নির্বাচনী এলাকায় ভোটের দিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন বলেও আদেশে বলা হয়েছে।

১ জানুয়ারিতেই পাঠ্যপুস্তক উৎসব
স্টাপ রিপোর্টার: বিগত বছরগুলোর মতো এবারও নতুন বছরের প্রথম দিনেই পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা মন্ত্রণালয়ও আগামী ১ জানুয়ারি বিনা মূল্যের পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করবে। ওই দিন সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে দিবসের উদ্বোধন করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার বলেন, অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম দিনে এই উৎসব করা হবে। এর আগে বছরের শুরুর দিন (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা মন্ত্রণালয় ২ জানুয়ারি এই উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ জানুয়ারিতেই এই উৎসব পালনের ঘোষণা দেয়। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ও আগের অবস্থান থেকে সরে এসে একই দিনে পাঠ্যপুস্তক উৎসবের ঘোষণা দিলো।

নিখোঁজের ৩ দিন পর সাংবাদিক সজীবের মৃতদেহ উদ্ধার
স্টাপ রিপোর্টার: নিখোঁজের তিনদিন পর মুন্সিগঞ্জের মুক্তারপুরের ধলেশ্বরী নদী থেকে সাংবাদিক আওরঙ্গজেব সজীবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে তার মৃতদেহ ধলেশ্বরী নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। গত রোববার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন সজীব। বলা হচ্ছিলো, তিনি ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী এমভি তাকওয়া লঞ্চ থেকে মুন্সিগঞ্জে নদীতে ঝাঁপ দিয়েছেন। গত রোববার দুপুর ১২টার দিকে মোবাইল ও আইডি কার্ড রেখে সজীব নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সজীব বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের ঢাকা মেডিকেল রিপোর্টার। একই সাথে তিনি আরো কয়েকটি বেসরকারি টিভি ও অনলাইন পত্রিকার মেডিকেল রিপোর্টার হিসেবে কাজ করতেন। এদিকে সজিব লঞ্চ থেকে ঝাপ দিয়ে ধলেশ্বরী নদীতে পড়েছে না তাকে হত্যার উদ্দেশ্যে কোনো চক্র ফেলে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে স্বজনরা।

ট্রেনে কাটাপড়ে প্রেমিকার আত্মহত্যা : প্রেমিক আটক
স্টাপ রিপোর্টার: বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের কাছে গতকাল বুধবার বিকেলে ট্রেনের নিচে কাটাপড়ে রাবেয়া খাতুন মৌ (২০) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তার সাথে থাকা প্রেমিক জান্নাতুল ফেরদৌসকে (২২) আটক করেছে রেল পুলিশ। পুলিশের ধারণা, প্রেমঘটিত বিরোধ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে মৌ আত্মহনের পথ বেছে নেন। জিয়ানগর গ্রামের মকফুর রহমানের মেয়ে রাবেয়া খাতুন মৌ। তিনি শহরের কামারগাড়ি এলাকায় মুন্নুজান নামে একটি ছাত্রীনিবাসে থেকে তিনমাথা এলাকায় একটি বেসরকারি পলিটেকনিকে (ম্যাটস্) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।