ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ১৫টি অটোরিকশা ভস্মীভূত : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ১৫টি অটোরিকশা ভস্মীভূত : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ১৫ টি অটোরিকশা ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর একে একে ৯টি দোকান ও ১৫টি অটোরিকশা ভস্মীভূত হয়। যার মধ্যে রয়েছে, পাটের গোডাউন, মুদি দোকান, স্টেশনারিসহ বিভিন্ন প্রকারের দোকান ও ১৫টি অটোরিকশা। খবর পেয়ে শৈলকুপা উপজেলা ও মাগুরা জেলার দমকল বাহিনীর ২টি ইউনিট সেখানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা উপজেলার দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, লাঙলবাঁধ বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

Leave a comment