চুয়াডাঙ্গার প্রদীপন ও দামুড়হুদার কানন বিদ্যাপীঠের বার্ষিক পর্রীক্ষার ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রদীপন বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফলাফল গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সায়মা ইউনুস আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। অপরদিকে দামুড়হুদার কানন বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফলাফল গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রতিষ্ঠানটির সভাপতি দামুড়হুদা ইউএনও। কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন প্রিন্সিপাল প্রবীণ শিক্ষক মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অভিভাবকদের পক্ষে সাংবাদিক কামরুজ্জামান চাঁদ প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের কানন বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, কানন বিদ্যাপীঠের অধ্যক্ষ মোসা. করিমা খানম, বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক ওস্তাদ আসমত আলী বিশ্বাস, শিক্ষক আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, নূরুল ইসলাম সর্দার ও শিক্ষক মজিবার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আজগার আলী।