বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদের ওরফে কাতর বিশ্বাস ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার ভোর ৫টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নাইলাহি…..রাজেউন)। তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের খেপাই আলী বিশ্বাসের ছেলে তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে যান। ছোট ছেলে তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান জানান, বড় ভাই কুয়েত প্রবাসী। আজ দেশে ফেরার পর পিতার দাফন সম্পন্ন করা হবে।