কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় চাঁদাবাজির মামলায় আবুল কালাম আজাদ নামের এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে খোকসা বাজার থেকে নির্বাচনী প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি দাউদ হোসেন জানান, ১৮ ডিসেম্বর বর্তমান আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বড়ভাই আতিকুর রহমান বাদী হয়ে আবুল কালামের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় আজাদকে গ্রেফতার করা হয়।