আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর নির্বাচন জমে উঠেছে। প্রার্থীদের জোর প্রচারণায় মহল্লাগুলোতে বিরাজ করছে যেন উৎসবের আমেজ। গত মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত তথা নৌকা প্রতীকের প্রার্থী হাসান কাদির গণু গণসংযোগ করেন। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দও তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন গতকাল। বিএনপি মনোনীত তথা ধানের শীষ প্রতীকের প্রাথী বর্তমান মেয়র মীর মহিউদ্দীন ছুটছে পৌরসভার এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর জোরদার প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। ভোটারদের অনেকেরই মন্তব্য, যোগ্যতা দেখেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তেমন পরিবেশই প্রত্যাশা করছে ভোটার সাধারণ।
আলমডাঙ্গায় মেয়র প্রার্থী হাসান কাদির গনুর পক্ষে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান আলমডাঙ্গা শহরের হাইরোডসহ বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীকে সাথে নিয়ে গণসংযোগ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, পৌর এলাকার সার্বিক উন্নয়নের জন্য সরকার দলীয় প্রার্থীকে নির্বাচিত করুন। কারণ সরকার দলীয় মেয়র উন্নয়ন কাজ যতো সহজে করতে পারবেন, বিরোধী দলের মেয়রের পক্ষে তা করা অসম্ভব। জেলা নেতৃবৃন্দ এ সময় নৌকা প্রতীকে সকলের নিকট ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আ. লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, পৌর আ. লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, শ্রম সম্পাদক আহসান মৃধা, বন ও পরিবেশ সম্পাদক সাজেদুল হক মুনি প্রমুখ। বিকেলে আ.লীগ প্রার্থী হাসান কাদির গনু পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়সহ নৌকা প্রতীকে ভোট চান।
অপরদিকে বিএনপির প্রার্থী মীর মহিউদ্দীন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। গতকাল বুধবার সকালে ১নং ওয়ার্ডের কোর্টপাড়া, ৫নং ওয়ার্ডের এরশাদপুর ও বিকেলে ৯নং ওয়ার্ডের বণ্ডবিল উত্তরপাড়ার ধানের শীষে ভোট এবং সমর্থন চেয়েছেন। তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, পৌর সভাপতি ইসরাফ হোসেন, কৃষক দলের সম্পাদক বোরহান উদ্দিন, আলী হোসেন, রানা মেম্বার, ইমাদুল মুন্সি, মুন্সি আব্দুর রাজ্জাক, মীর ইসমাঈল, আয়ুব হোসেন, উজ্জ্বল, মুন্না, জুয়েল, উজ্জ্বল, মুন্না প্রমুখ।
এছাড়াও জাসদ প্রার্থী এম সবেদ আলী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার তিনি ৪নং ওয়ার্ডের কলেজপাড়া, মাদরাসাপাড়া ও ৮নং ওয়ার্ডের নওদাবণ্ডবিল, দোয়ারপাড়া, নতুন বাসস্ট্যান্ড, গোবিন্দপুরে ভোটারদের কাছে নিজ প্রতীক মশালে ভোট এবং সমর্থন চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন হাজি মীর মনিরুজ্জামান, আতাহার মণ্ডল, আতিয়ার, রবিউল, সাজ্জাদ, মিনহাজ, আকরাম, ঠাণ্ড, আহাদ আলী, আ. জলিল, হামিদ, পান্না, সেলিম, মানোয়ার, ছাত্রনেতা রুহুল প্রমুখ।