স্টাফ রিপোর্টার: মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুরের মৃত আলতাফ হোসেনের ছেলে রতন (৪০) মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। গতকাল তিনি গ্রামের স্কুলপাড়ার বাজারের নিকট অবস্থানকালে মোটরসাইকেল ধাক্কা দেয়। আছড়ে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। গতকালই তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।