দু শিশুর মারামারিতে বড়দের নাক গলানোতে দুটি পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষ : তিন নারীসহ আহত কয়েকজন

স্টাফ রিপোর্টার: দু শিশুর মারামারিতে বড়দের নাক গলানোর কারণে দুটি পরিবারের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে তিন নারীসহ কয়েকজন। গতকাল মঙ্গলবার বিকেলে শঙ্করচন্দ্রের বহালগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মরিয়ম, ময়না ও সফুরা খাতুনকে হাসপাতালে নেয়া হয়। সফুরা বাড়ি ফিরলেও তার শাশুড়ি মরিয়ম ও ফুফু ময়নাকে হাসপাতালে চিকিৎঝসাধীন রাখা হয়েছে। এরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, জাফর আলীর ৭ বছর বয়সী ছেলে শুভ ও প্রতিবেশী হারুনের শিশুছেলে নাজমুল গ্রাম সংলগ্ন মাঠে ঘাস কাটতে যায়। দুজন বিরোধে জড়িয়ে মারামারি শুরু করে। এর এক পর্যায়ে নাজমুল তার পিতাকে কাছে পেয়ে শুভর বিরুদ্ধে নালিশ করে। অবস্থা বেগতিক দেখে শুভ দৌঁড়ে পালায়। ধাওয়া করে নাজমুলের পিতা হারুন। তাড়িয়ে ধরে শুভকে কয়েকটি থাপ্পড় মারে। এ ঘটনায় শুভর মা সফুরা খাতুন ও সফুরা খাতুনের শাশুড়িসহ পরিবারের সদস্যরা প্রতিবাদ জানায়। এক পর্যায়ে রুখে দাঁড়ায় হারুনসহ তার পরিবারের লোকজন। বাধে সংঘর্ষ। আহত হয় সফুরাসহ কয়েকজন।