টিপ্পনী

খবর:(ঝিনাইদহের কালীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি)

মাথায় বুঝি ঠিক থাকে না
কার নামে কি দোষ দাও,
অবুঝ শিশুর কানে কানে
লোভ দেখিয়ে ফোঁস দাও।

লোক ফাঁসিয়ে লোক সমাজে
বড্ড বুঝি মান পাও,
কারোর কাছে ধরনা দিয়ে
নগদ মোটা দান পাও।

বাগাও ভালোই কিন্তু বাপু
আর খেয়ো না ফাওটাও,
বদহজমও হতে পারে
যতোই তুমি খাওটাও!

_আহাদ আলী মোল্লা।
22.12.2015

Leave a comment