চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার দিনভর নৌকা প্রতীক নিয়ে বুদ্ধিমানপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া, সুমিরদিয়া, বুজরুকগড়গড়ি ও শান্তিপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এ সময় সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুল হাসান মিলন, মাহাতাব মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের নেতা রমজান আলী, শ্রমিক লীগের নেতা আফজালুল করিম, ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল, যুবলীগ নেতা দরুদ ও ভূলন। টোটন জোয়ার্দ্দার ভোটারদের উদ্দেশে বলেন, নৌকায় ভোট দিলে কৃষকদের লাইনে দাঁড়িয়ে সার নিতে হয় না, বিদ্যুতের লোডশেডিং থাকে না এবং অসহায় দুস্থ মহিলাদের জন্য দুগ্ধভাতা চালু করেছে বর্তমান সরকার। এসব বিবেচনায় এবং আমার বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড দেখে আমাকে নৌকা প্রতীকে ভোট দিন। এছাড়াও বিভিন্ন পাড়া/মহল্লায় দিনভর গণসংযোগ অব্যাহত রয়েছে। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পক্ষে আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রেসবিজ্ঞপ্তি।