চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপুর গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল মোবাইলফোন প্রতীক নিয়ে সকাল থেকে বেলগাছী এলাকায় উঠান বৈঠক করেন। এ সময় জিপু চৌধুরী বলেন, পৌরবাসীর উন্নয়নে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের ভোটের মূল্য দিতে উন্নয়নের ছোঁয়া পৌর এলাকার ঘরে ঘরে পৌঁছে দেব এবং আমি আমার নিরলস পরিশ্রমের মাধ্যমে আপনাদের এক একটি ভোটকে মূল্যায়ন করবো। যা চুয়াডাঙ্গা পৌর এলাকার মানুষের কাছে আগামী দিনের মহাকালের সাক্ষী হয়ে ইতিহাস হয়ে রবে। আমি পৌরসভা নির্বাচনে জয়ী হলে আপনাদের মেয়র নয় আপনাদের সন্তান হয়েই থাকবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।