গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর নির্বাচনে আচরণবিধির প্রতি সম্মান দেখিয়ে প্রশাসনের আহ্বানে সহযোগিতার হাত বাড়ালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নিজ উদ্যোগেই তারা দেয়ালে সাঁটানো পোস্টার অপসারণের পাশাপাশি মাইক ব্যবহারও নিয়ন্ত্রণ করেছেন। তবে গতকালও এক মেয়র প্রার্থীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসারের সভাপতিত্বে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা নিয়ে মেয়র প্রার্থীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন। আইন শৃঙ্খলা ও আচরণ বিধির বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান পরিষ্কার করেন তারা। এ বিষয়ে ৫ মেয়র প্রার্থীর প্রতিনিধিরা তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গত কয়েকদিন ধরে মাইকের দুটি ইউনিটে প্রচারণা দেখা গেলেও গতকাল দুপুর থেকে একটি বাহনে একটি করে মাইক দেখা গেছে। মিছিল ও শোডাউনও হয়নি। এদিকে গতকাল সকালে বিএনপি প্রার্থী ইনসারুল হক ইন্সুর কাছ থেকে ৫ হাজার টাকার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ওই অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান। এর আগে রোববার দুই মেয়র প্রার্থীকে আচরণ বিধিমালা ভঙ্গের দায়ের ১৫ হাজার টাকা জরিমানা হয়।