হরিণাকুণ্ডুর দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন গতকাল সোমবার বিকেলে এ নোটিশ জারি করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে বিএনপি দলীয় প্রার্থী মো. জিন্নাতুল হক প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে ধানের শীষ মার্কার সর্মথকদের হুমকি ধামকি দেয়াসহ নানা অভিযোগ করেন। অপরদিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহিনুর রহমান রিন্টু বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছড়ানোর অভিযোগ করেন। নির্বাচন অফিস সূত্রে উভয় প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে লিখিত কারণ দর্শানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। যথাসময়ে জবাব পাওয়া না গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে মর্মে নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিকে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত হরিণাকুণ্ডু পৌরসভার ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কমিশনার চম্পা খাতুনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন নির্ধারিত সময়ের আগে প্রচার মাইক বের করার দায়ে এ সাজা দেন তাকে।