মা হয়েছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটে লন্ডনের রয়েল লন্ডন হসপিটালে তিনি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। রুহির স্বামী ও পরিচালক মনসুর আলি ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। মনসুর আলি লিখেছেন, সাড়ে ৪২ মাস অপেক্ষা করার পর আল্লার রহমতে আমার স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুহি ও আমি আমাদের ছেলে ‘রুহান মনসুর আলি’র বাবা-মা হয়েছি। মা ও ছেলে ভালো আছে। আমাদের জন্য দোয়া করবেন।