চীনে ভূমিধসে নিখোঁজ ৯১
মাথাভাঙ্গা মনিটর: চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে ভূমিধসে একটি শিল্পপার্কের ৩৩টি ভবন চাপা পড়ে ৯১ জন নিখোঁজ রয়েছেন। এসব লোকজনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারী, তাদের খোঁজে ঘটনাস্থলে কয়েকশ উদ্ধারকারী তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রোববারের এ ঘটনায় অল্প আঘাত পাওয়া ৭ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ৯১ জন এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলের তিনটি আলাদা জায়গা থেকে জীবনের সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভূমিধসে বিধ্বস্ত হওয়ার আগেই শিল্পপার্কটি থেকে ৯০০ জনকে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেনঝেন চীনের অন্যতম বৃহত্তম শহর এবং অন্যতম প্রধান শিল্পকেন্দ্র। হংকং সীমান্তজুড়ে শহরটির অবস্থান। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, ৬০ হাজার বর্গমিটারের একটি এলাকা ছয় মিটার কাদার নিচে চাপা পড়েছে। ভূমিধসে নিকটবর্তী একটি পেট্রলপাম্পে বিস্ফোরণ ঘটে।
তুর্কি সামরিক বাহিনীর অভিযানে ১১০ কুর্দি বিদ্রোহী নিহত
মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর চলমান অভিযানের ৬ষ্ঠ দিনে ওই অঞ্চলজুড়ে দুপক্ষের মধ্যে সশস্ত্র লড়াই ছড়িয়ে পড়েছে। গত রোববার অভিযানের ৬ষ্ঠ দিনে অভিযান আরো জোরদার করে তুর্কি সামরিক বাহিনী। ৭দিন ধরে চলা এ অভিযানের প্রথম ছয়দিনে ১১০ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো। সামরিক অভিযানের প্রতিবাদে ইস্তাম্বুল ও দক্ষিণপূর্বের সবচেয়ে বড় শহর দিয়ারবাকিরে প্রতিদিন প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ব্যবহার করছে।
দিল্লির সেই ধর্ষকের মুক্তির স্থগিতাদেশ আবেদন খারিজ
মাথাভাঙ্গা মনিটর: দিল্লিতে নির্ভয়া ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত কিশোরের মুক্তি আটকাতে ভারতের সুপ্রিম কোর্টে করা আবেদনটি খারিজ হয়ে গেছে। গতকাল সোমবার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আমরা আপনাদের উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি। কিন্তু বর্তমান আইনের কারণে আমাদের হাত বাঁধা। (বর্তমান কিশোর আইনে) ৩ বছরের পর আটক রাখার মেয়াদ বাড়ানো যাবে কি-না সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেয়া আছে। আইন অনুযায়ী ৩ বছরের পর আটক রাখার মেয়াদ বাড়ানো সম্ভব না। এর আগে দিল্লি হাইকোর্ট এ সংক্রান্ত একটি আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের ওই রায়ের পরদিন দিল্লির নারী কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল আসামির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বন্ধুর সাথে বাসে চড়ে বাড়ি ফেরার পথে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বাসচালক ও কর্মীদের নির্যাতন ও ধর্ষণের শিকার হয়।
বিহারে মদের সব দোকান হয়ে যাবে দুধের দোকান
মাথাভাঙ্গা মনিটর: মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তাহলে এতো মদের ব্যবসার সাথে যারা যুক্ত, তাতের রুটি-রুজির কী হবে? সেই সমস্যার সমাধানও বাতলেছেন মুখ্যমন্ত্রী। সব মদের দোকান দুধের দোকানে পরিণত করার পরিকল্পনা হাজির করেছেন তিনি। নীতিশের পরিকল্পনা সফল হলে বিহারের মদের দোকানে এখন যেভাবে থরে থরে বোতল সাজানো থাকে, সেখানে থাকবে দুধের প্যাকেট। জনতা দল-ইউনাইটেডের সর্বভারতীয় বৈঠকে যোগ দিতে এসে নীতিশ কুমার এই পরিকল্পনা জানান। গত মাসে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছিলেন নীতিশ। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের মধ্যে গ্রামীণ এলাকার সব দেশি মদের দোকান বন্ধ করে দেয়া হবে। তার পরের প্রথম এক বছর শহর এলাকায় সরকারের পক্ষ থেকে হুইস্কি, রাম বা বিয়ার বিক্রি করা হবে। ২০১৮ সালের মধ্যে তা-ও বন্ধ করে দেয়া হবে।