আলমডাঙ্গা ব্যুরো: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য গতকাল সোমবার আলমডাঙ্গায় আনসার ভিডিপি’র ২১০ সদস্যের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডেন্ট এফএম বদরুজ্জামান উপস্থিত থেকে বাছাই পূর্বক এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। অভিযোগ রয়েছে, এ পদে নিয়োগ চূড়ান্ত করতে জনপ্রতি গুনতে হয়েছে কয়েকশ করে টাকা।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর নির্বাচনে এবার ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য প্রতি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ জন করে সদস্য থাকবেন। এদের মধ্যে ১৪ জনই আনসার ভিডিপির সদস্য। মাত্র ৫ জন থাকবে পুলিশ। আলমডাঙ্গার ১৫টি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য গতকাল ২১০ জন আনসার ও ভিডিপি সদস্যকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এদের মধ্যে ১৫ জন পিসি, ১৫ জন এপিসি, ৯০ জন পুরুষ সদস্য ও ৯০ জন মহিলা সদস্য। গতকাল আলমডাঙ্গা উপজেলার এরশাদমঞ্চে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশরাফুল ইসলাম, চায়না খাতুন প্রমুখ।