দিল্লি বিমানবন্দরের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) তিন কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে তিনজন বিএসএফের কর্মকর্তা ও সাতজন প্রযুক্তিবিদ ছিলেন।
সুপার কিং এয়ারক্রাফটের বিমানটি রাচির উদ্দেশে যাচ্ছিল। উড্ডয়নের পাঁচ মিনিট পরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসছিল।
নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পারার পর সকাল নয়টা ৫০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। একটি সূত্র জানিয়েছে, বিমানটি একটি দেয়ালে ও সেপটিক ট্যাংকে আঘাত লেগে বিধ্বস্ত হয়। এতে বিমানটি বিধ্বস্ত হয় ও আগুন লেগে যায়।