আলমডাঙ্গা ব্যুরো: ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট না করলে ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি থেকে বহিষ্কারের কঠোর হুমকি দিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তিনি বৃহত্তর কুষ্টিয়ার পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রধান সমন্বয়ক। গতকাল সকালে আলমডাঙ্গায় বিএনপি দলীয় প্রার্থী মীর মহিউদ্দীনের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, সারাদেশে বিএনপির মেয়র প্রার্থী মনোনীত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশনেত্রীর মর্যাদা রক্ষার জন্য বিএনপির সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট করতে হবে। এর বিকল্প নেই। যারা দলের বৃহত্তর স্বার্থ উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেবে না, তাদের জন্য দেশনেত্রীর কোনো অনুকম্পা নেই। আলমডাঙ্গায় ধানের শীষ প্রতীকের পক্ষে যেসব নেতাকর্মী ভোট করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রে লিখিতভাবে জানানো হচ্ছে। কেউ ওপরে ওপরে বিএনপি করবে আর দলের প্রয়োজনে বিপক্ষের সাথে হাত মেলাবে, এ খেলা চলতে দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহুর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কামাল উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাইনাইন টিলু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদলের নেতা এমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর সভাপতি ইসরাফ হোসেন, শহীদুল ইসলাম রতন, কৃষক দলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, মুন্সি আব্দুর রাজ্জাক, আয়ুব হোসেন মীর ইসমাঈল, উজ্জ্বল, মুন্না, রাশিদুল, আলম, মোজাম্মেল প্রমুখ।