দর্শনা অফিস: দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মহিদুল ইসলামের পক্ষে নেতাকর্মীদের নির্বাচনী গণসংযোগ ও মতিবিনিময়সভা অব্যাহত রয়েছে। প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে সভাসমাবেশ ও গণসংযোগ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর মার্কেটে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র পদপ্রার্থী মহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি মেহেদি রুমি, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক সাবু তরফদার, সরদার আলী হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক লিয়াকত আলী শাহ, দর্শনা পৌর বিএনপির সভাপতি শাওন তরফদার, সাবেক সভাপতি হাজি খন্দকার শওকত আলী, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, ইকবাল হোসেন, রহম আলী, জালাল উদ্দিন প্রমুখ। পরে দর্শনা পুরাতন বাজার ও রেলবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ ধানের শীষে ভোট দিয়ে মহিদুল ইসলামকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।