জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বিজিবিসূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিলদার ওয়াজেদ আলী জীবননগরের নারায়ণপুর মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৪ বোতল ফেনসিডিলসহ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আরপুর গ্রামের মৃত কুদ্দুছ মোল্লার ছেলে শফিকুল ইসলামকে আটক করে। তাকে থানাতে সোপর্দ করা হয়েছে। একই টিম শাখারিয়া মোড় হতে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গয়েশপুর বিওপির কমান্ডার হাবিলদার আরিফুল ইসলাম গয়েশপুর চালতেতলার মাঠে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়াও রাজাপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম গোপণ সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আকুন্দবাড়িয়া মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জীবননগরে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
