আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা তিয়রবিলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। গতপরশু রোববার রাতে তাদেরকে নিজ বাড়ি তিয়রবিলা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার তিওরবিলা গ্রামের মৃত গোলাপ মণ্ডলের ছেলে মোজাম্মেল (৬০) ও তার স্ত্রী শাহিনুর বেগমের (৫০) নামে ২০১৩ সালে ঝিনাইদহ কোর্টে নারী নির্যাতন মামলা করেন তাদেরই পুত্রবধূ। ওই মামলায় আদালত তাদের বিরুদ্ধে ১ বছরের সাজা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারা দীর্ঘদিন পলাতক ছিলো। গত রোববার তিয়রবিলা ক্যাম্পের আইসি এসআই আব্দুল হাকীম তাদেরকে গ্রেফতার করেন। গতকালই তাদের আদালতে প্রেরণ করা হয়।