আলমডাঙ্গার কাবিলনগরের সলোক হত্যা মামলার অন্যতম আসামি ছমির গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কাবিলনগর গ্রামের কিশোর সলোক হত্যা মামলার অন্যতম আসামি কাবিলনগরের ছমিরকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, কাবিলনগর গ্রামের কিশোর সলোক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি একই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে লাল্টুকে (৫৫) গত ৯ অক্টোবর আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গত ১০ অক্টোবর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালতে ১৬৪ ধারায় সে নিজেকে হত্যাকাণ্ডে জড়িত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সলোকের পিতার সাথে তার সৎপিতা আশির উদ্দীন ও সৎভাই শরিফুলের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এ বিরোধের বলি হতে হয় নিরীহ কিশোর সলোককে। মাত্র ৫০ হাজার টাকায় ফারুক বাহিনীকে দিয়ে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গ্রেফতারকৃত লাল্টুর স্বীকারোক্তি মোতাবেক গতপরশু রাতে হরিণাকুণ্ডু থেকে ঝিনাইদহ র্যা ব সলোক হত্যাকাণ্ডে জড়িত অন্যতম খুনি কাবিলনগরের মুনসুর আলীর ছেলে ছমির আলীকে আটক করে। গতকাল আলমডাঙ্গা থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।