চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপুর মোবাইলফোন প্রতীকে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া, ইসলামপাড়া ও শ্মশানপাড়ায় কয়েকটি উঠান বৈঠক করেন। এ সময় জিপু চৌধুরী বলেন, আল্লাহর রহমতে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি পৌর এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমি নেবো। যা চুয়াডাঙ্গা পৌরসভার এবং পৌর এলাকার মানুষের কাছে আগামী দিনের মহাকালের সাক্ষী হয়ে ইতিহাস হয়ে রবে। এছাড়াও তিনি সুমিরদিয়াপাড়ায় কয়েকটি স্থানে গণসংযোগ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।