মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৩নং এলাকা পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আবুল কালাম আজাদ পুনরায় নির্বাচিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৩নং এলাকার পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে হাটবোয়ালিয়ার আবুল কালাম আজাদ ছাতা প্রতীক ও কয়রাডাঙ্গার মোজাম্মেল হোসেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। আবুল কালাম আজাদ ছাতা প্রতীকে ১ হাজার ৫ ভোট পেয়ে পুনরায় এলাকা পরিচালক নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৬৩৪টি। গতকাল বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম প্রকৌশলী আব্দুল মতিন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার নুরুজ্জামান, এমএস উত্তম কুমার শাহা, জিএস আতিয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, এজিএম অর্থ সোহানুর রহমান, গাংনী অফিস ডিজিএম রমেন্দ্র চন্দ্র রায়, আলমডাঙ্গা অফিস ডিজিএম জাহাঙ্গীর আলী, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের তথ্য গবেষণা সম্পাদক কাওসার আহমেদ বাবলু, ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আশাবুল হক ঠাণ্ডু, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, সাবেক চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, আলীগ নেতা জিনারুল ইসলাম বিশ্বাস, নাসির উদ্দিন, সিরাজুল মণ্ডল, কালু জোয়ার্দ্দার, বজলুর রশীদ মিন্টু প্রমুখ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়েকটি ইউনিয়ন ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের ১৬শর অধিক ভোটার ভোটের মাধ্যমে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩নং এলাকার পরিচালক নির্বাচন করেন।