মেহেরপুর অফিস: গতকাল রোববার দুপুরে আর্সেনিকের ভয়াবহতা ও করণীয় নিয়ে মেহেরপুরে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে অবস্থিত ইমপ্যাক্ট ফাউন্ডেশন জীবন মেলা হেলথ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশের মধ্যে আর্সেনিকের মারাত্মক ঝুঁকিতে থাকা মেহেরপুর জেলায় জনসচেতনতা আরো বৃদ্ধি ও নিরাপদ পানির উৎস সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ডক্টর মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান। তিনি বলেন, জনসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। আর্সেনিক সমস্যা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণের আরো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে এটি সামাজিক ব্যধিতে পরিণত হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কার্যক্রম ও আর্সেনিকের তথ্য উপস্থাপন করেন রুরাল ওয়াশ আর্সেনিক মিটিগেশন প্রজেক্ট ম্যানেজার মনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, কোর্ট মসজিদ ইমাম আনছার উদ্দীন বেলালী, খান ফাউন্ডেশন প্রতিনিধি রেহেনা মান্নান ও সাংবাদিক মাজেদুল হক মানিক।