মেহেরপুরের আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে ছিনতাইকারীদের তাণ্ডব

অস্ত্রের মুখে টাকা ও মোবাইলফোন ছিনতাই : আটক ১
মেহেরপুর অফিস: গতকাল রোববার সন্ধ্যারাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে পথচারীদের গতিরোধ করে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ছিনতাইকারী সন্দেহে তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। ভূক্তভোগীরা জানান, রাত ৭টার দিকে আমঝুপি থেকে যাত্রী বোঝাই একটি নসিমন গাংনী উপজেলার যুগিন্দা-পোড়াপাড়ার দিকে যাবার পথে ইসলামনগর মাঠের মধ্যে ৪-৫ জনের একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে মোটরসাইকেল ও নসিমনের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা গাংনী উপজেলার ঢেপা গ্রামের সাংবাদিক রেজওয়ানুর বাশার তাপসের নিকট থেকে ৩টি মোবাইলফোন ও ৭ হাজার টাকা, যুগিন্দা গ্রামের মোখলেছুর রহমানের ১০ হাজার টাকা, ইসলামনগর গ্রামের নূর হোসেনের একটি মোবাইলফোন ও ৩ হাজার টাকা, একই গ্রামের বাশারের ২ হাজার ২শ টাকা ও আমঝুপি গ্রামের রিপনের ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর ছিনতাইকারী সন্দেহে গ্রামবাসীর দেয়া তথ্যমতে আমঝুপি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তরিকুলকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০টার দিকে আমঝুপি গ্রাম থেকে তরিকুলকে আটক করে মেহেরপুর থানা পুলিশ। রাত ১২টার দিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন তরিকুল ছিনতাইয়ের সাথে জড়িত থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।