বিদেশের টুকরো খবর – ২১-১২-১৫

শতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় জাহাজডুবি
মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জাহাজটি শনিবার ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাবেসি রাজ্যের কোলাকা দ্বীপ থেকে ১২২ জন যাত্রী নিয়ে দ্বীপের আরেক আংশে যাচ্ছিলো। এ ঘটনায় অন্তত ১০০ জন যাত্রী নিখোঁজ রয়েছে যাদের মধ্যে ১৪জন শিশু রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। দক্ষিণ সুলাবেসি রাজ্যের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রকি আসিকিন সাংবাদিকদের, জাহাজটি হঠাৎ করেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে পড়ে। প্রায় ১০ ফুট উচু ঢেউয়ের আঘাতে জাহাজটির তলা ফুটো হয়ে যায়। এ সময় বন্দর কর্তৃপক্ষ জাহাজটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। এর নাবিকের সাথে সর্বশেষ যে কথা হয়েছিলো, তাতে তিনি বলেছিলেন যাত্রীদের প্রাণ রক্ষা করতে তিনি প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। ডুবে যাওয়া জাহাজটির যাত্রীদের উদ্ধারে গতকাল রোববার সকাল থেকে ৬টি জাহাজে করে উদ্ধার কর্মীরা কাজ করছে।

ইয়েমেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে ৬৮ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি সৈন্যদলের সাথে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৬৮জন নিহত হয়েছেন। সেনাবাহিনী বলছে, নিহতদের মধ্যে অন্তত ২৮ জন সেনা। বাকি ৪০ জন বিদ্রোহী। এমন একটি জায়গায় এই সংঘর্ষটি হয় যেখানে, সৌদি সীমান্তের কাছাকাছি এলাকায় গত দু দিন আগে, সরকারি বাহিনী হারাদ শহর নিয়ন্ত্রণে নিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য মঙ্গলবারে সুইজারল্যান্ডে যে শান্তি আলোচনা শুরু হয়েছে এবং জাতিসংঘের সমর্থনে ইয়েমেনে সপ্তাহ খানেকের জন্য যে যুদ্ধবিরতি চলছে তার মধ্যেই নতুন করে আবারো এই সংঘর্ষের ঘটনা ঘটলো। ইয়েমেন থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস বলছেন, সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিনতর হয়ে উঠছে।

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত
মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ইয়োগিয়াকারতা শহরে গতকাল রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। যুদ্ধ বিমানটি আকাশে মহড়া দেয়ার সময় দ্রুত গতিতে মাটিতে নামার সময় অদৃশ্য হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পরই মোটা কালো ধোঁয়ার কুন্ডলী দেখা যায়। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর মুখপাত্র ডিউই বাদারমান্তো টি-৫০ গোল্ডেন ইগল জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কি-না তা জানা যায়নি।

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে : নিহত ১২
মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াংমাইতে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিলো। এছাড়া থাইল্যান্ড পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাসটি একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।