এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন স্কেলে বেতন
স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনস্কেলে বেতন পাবেন। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের সাথে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে পাওয়া বেতনও গত জুলাই মাস থেকে কার্যকর হবে। গত ১৫ ডিসেম্বর নতুন বেতনস্কেল ঘোষণা করা হলেও এমপিওভুক্ত শিক্ষকের বিষয়টি স্পষ্ট না করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
জেএমবি-আইএস আমেরিকার সৃষ্টি : ড. মিজান
স্টাফ রিপোর্টার: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আমেরিকা তাদের স্বার্থের জন্য হিমালয়কে অনত্র সরিয়ে নিতে হলেও তাই করবে। তারাই তালেবান, জেএমবি, হুজি, আইএস সৃষ্টি করেছে। এখন তারাই নিরাপত্তার নামে অন্য দেশের স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি করছে। গতকাল রোববার রংপুরে আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে মানবাধিকার বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আমেরিকার কঠোর সমালোচনা করে ড. মিজান বলেন, তাদের দেশে মাত্র ২০ জন ব্যাক্তি গোটা আমেরিকার শতকরা ৫০ ভাগ মানুষের আয়ের চেয়ে বেশী অর্থের মালিক। তাদের দেশেই মানবাধিকার লংঘিত হচ্ছে প্রতিনিয়ত। তিনি বলেন, হত্যার জন্য ফাঁসি দেয়া হলেও সেখানে মানবাধিকার লংঘিত হয় না। সৌদি আরবে একসাথে ৫০ জনের শিরশ্ছেদ করা হলেও সে ব্যাপারে কোনো মাথা ব্যাথা নেই। অথচ বাংলাদেশে সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী যুদ্ধপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেই অনেকের মাথা নষ্ট হয়ে যায়।
দেশের মানুষের গড় আয়ু ৭০ বছর ৭ মাস
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে গড় আয়ু ৩ মাস বেড়ে ৭০ বছর ৭ মাসে দাঁড়িয়েছে। পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকসের প্রতিবেদনটি রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার দুপুরে প্রকাশ করা হয়। প্রতিবেদন মতে, প্রতি বছর দেশের গড় আয়ু ০.৬০ বছর করে বাড়ছে। ২০১০ সালে গড় আয়ু ছিলো ৬৭.৭ বছর, ২০১৩ সালে করা জরিপে গড় আয়ু উল্লেখ করা হয়েছিলো ৭০ বছর ৪ মাস আর ২০১৪ সালে গড় আয়ু ৭০ বছর ৭ মাসে পৌঁছায়। এবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুরুষদের চেয়ে নারীদের গড় আয়ু বেশি হারে বাড়ছে।
মুন্সীগঞ্জে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে সাংবাদিক সজিব নিখোঁজ
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের কাছে এমভি তাকওয়া নামক একটি লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন আওরঙ্গ ওয়াজেদ জয় ওরপে সজীব আহম্মেদ নামে এক সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের ঢাকা মেডিকেল রিপোর্টার। তার খোঁজে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, সজীব আহম্মেদ নামের এক সাংবাদিক গতকাল রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি তাকওয়া নামক লঞ্চে চাঁদপুরের দিকে আসতে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের কাছে পৌঁছুলে তিনি হঠাৎ করে নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি তার মানিব্যাগ ও দুটি মোবাইল লঞ্চে রেখে যান। তার আইডি কার্ড দেখে জানা যায় তিনি সাংবাদিক। তিনি আরো জানান, বেলা সোয়া একটার দিকে ওই লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছে। সজীব আহমেদের মানিব্যাগ, সাথে থাকা কাগজপত্র ও দুটি মোবাইল পুলিশের কাছে হস্তান্তর করেছে লঞ্চ কর্তৃপক্ষ।