জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের সন্তোষপুরে দাঁড়িয়ে থাকা সিএনজির পেছনে বাসের ধাক্কা : আহত-৬
জীবননগর ব্যুরো: গতকাল রোববার বিকেলে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের সন্তোষপুরে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি থ্রি হুইলারের পেছনে দ্রতগামী একটি বাস ধাক্কা দিলে সিএনজিসহ করিমনের ৬ যাত্রী মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্বাছ আলী নামের সিএনজি যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, যাত্রী বোঝাই একটি সিএনজি থ্রি হুইলার বিকেল সাড়ে ৪টার দিকে সন্তোষপুর বাসস্ট্যান্ডে এসে থামে। সিএনজি হতে এ সময় যাত্রী নামাকালে পেছন দিক থেকে আসা যাত্রীবাহি বিপাসা পরিবহনের একটি বাস পেছন হতে সিএনজিকে ধাক্কা দেয়। দাঁড়িয়ে সিএনজিটি তার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই অপর একটি করিমনের ওপর গিয়ে আঁছড়ে পড়ে। এ দুর্ঘটনায় সিএনজি ও করিমনের ৬ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহত যাত্রীরা হচ্ছে সন্তোষপুরের দলিল উদ্দিনের ছেলে আব্বাছ আলী (৪০), আকছেদ আলীর ছেলে খলিলুর রহমান (৬৫), সিএনজি ড্রাইভার জীবননগর গোপলানগর গ্রামের শাহাজান আলীর ছেলে কাছের আলী (২৮), মনোহরপুরের জুম্মাত আলীর ছেলে ইলিয়াছ উদ্দিন (২৫) ও চুয়াডাঙ্গা সদরের রবীন্দ্র নাথের ছেলে অমল (৪০)। আহত অপর অজ্ঞাত একজন চিকিৎসা নিতে দর্শনায় চলে যায়। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এখানে চিকিৎসারত অবস্থায় আব্বাছের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
জীবননগর পৌরসভায় প্রার্থীদের নিরবচ্ছিন্ন প্রচারণা অব্যাহত
জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রাথীরা নিরবচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নাসির উদ্দিন, বিএনপি মনোনীত হাজি নোয়াব আলী ও জামায়াতে ইসলামী মনোনীত মাও. সাজেদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল রোববার দিনভর গণসংযোগ করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাদের সাথে ছিলেন। তেঁতুলিয়ায় গণসংযোগকালে বিএনপির বেশ কিছু কর্মী আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিয়েছে। একই দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০ কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি আসনের ৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী নিজ ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করে।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ধানের শীষের হাজি নোয়াব আলী গতকাল পৌরসভার ২নং ওয়ার্ড নারায়াণপুর, ৪নং ওয়ার্ড মহানগরপাড়া ও ৬নং ওয়ার্ডের কাজিপাড়ায় গণসংযোগ করেণ। এ সময় পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ভোটারদের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বিএনপি নেতা হাজি সাইদুর রহমান ধুন্দু, মাহতাব উদ্দিন, জাহিদুর রহমান মুকুল, আনিসুর রহমান শিপলু ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম রয়েল তার সাথে ছিলেন। আওয়ামী লীগ মনোনীন নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন গতকাল পৌরসভার ৯নং ওয়ার্ড নতুন ও পুরাতন তেঁতুলিয়া এবং ৪নং ওয়ার্ড দৌলতগঞ্জপাড়া বাড়ি বাড়ি গণসংযোগ করেন। তেঁতুলিয়ায় গণসংযোগকালে বিএনপি কর্মী মিলন ও শাহারুলের নেতৃত্ব ১০জন আওয়ামী লীগে যোগদান করেন এবং গণসংযোগে অংশগ্রহণ করেন। নাসির উদ্দিনের গণসংযোগে লাভলু, সালাউদ্দিন, জাকির হোসেন ও বক্তিয়ার রহমান প্রমুখ তার সাথে ছিলেন। জামায়াতে ইসলামী মনোনীত স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের মাও. সাজেদুর রহমান গতকাল ৯নং ওয়ার্ড তেঁতুলিয়া ও ৭নং ওয়ার্ডের শাপলাকলিপাড়ায় গণসংযোগ করেন। গণসংযোগকালে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তার সাথে ছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের জাহাঙ্গীর আলম গতকাল পৌরসভার ৩নং ওয়ার্ডের ইসলামপুর, রাজনগর, গোপালনগর, ডাঙ্গাপাড়া, ৪নং ওয়ার্ডের দৌলতগঞ্জপাড়া ও হাসপাতালপাড়ায় নিরিবিচ্ছিন্ন ভাবে প্রচারণা চালিয়েছেন। তার নির্বাচনী প্রচারণায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন মান্দার, রফিকুল ইসলাম ও সুরুজ মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
জীবননগর বাঁকায় ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প
জীবননগর ব্যুরো: ওয়েভ ফাউন্ডেশন ও বাঁকা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক সহায়তায় বাঁকা ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়েছে। ওয়েভের সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নে বাঁকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী এ গাইনী রোগের ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশনারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, প্যানেল চেয়ারম্যান সাহাবুদ্দিন, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম রূপ মিয়া, সোহরাব হোসেন, আকবর আলী, মহিউদ্দিন। বাঁকা ইউপি সচিব শাহীন মোল্লা বাবুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির বাঁকা ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান। ফ্রি এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রওশন আরা বেগম। চিকিৎসার পাশাপাশি ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ হতে রোগীদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।