স্টাফ রিপোর্টার: আগামী ৮ জানুয়ারি ৮ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের চতুর্থ আসর শুরু হবে। এই টুর্নামেন্ট ১৮ জানুয়ারি শেষ হবে। গতকাল শনিবার দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১৯৯৬ সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু কাপ নামে টুর্নামেন্টটি শুরু করে তখনকার ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে। এরপর আর টুর্নামেন্টটি আলোর মুখ দেখেনি। বাফুফে কার্যনির্বাহী কমিটি ২০০৯ সালে উদ্যোগ গ্রহণ করেছিলো টুর্নামেন্ট চালুর। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তখন পারা যায়নি। শেষতক বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ নামে টুর্নামেন্টটির তৃতীয় আসর ২০১৪ সালে অনুষ্ঠিত হয়।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি শুরু হওয়ার পর টুর্নামেন্টটি শেষ হবে ১৮ জানুয়ারি। গত বছর অংশগ্রহণকারী দল ছিলো ৬টি। এবার দুটি বাড়ানো হচ্ছে। মোট আট দল টুর্নামেন্টে অংশ নেবে। এরমধ্যে বাংলাদেশের জাতীয় ফুটবল দল এবং অনূর্ধ্ব-২৩ ফুটবল দল নামে দুটি দল থাকছে।
জানা গেছে, গত আসরে অংশ নেয়া থাইল্যান্ড এবং সিঙ্গাপুর ফুটবল দল এবারের আসরে অংশ নিচ্ছে না। নতুন যোগ হচ্ছে মালদ্বীপ, কম্বোডিয়া এবং নেপাল। আর মালয়েশিয়া, বাহরাইন এবং শ্রীলঙ্কা এবার থাকছে।