চুয়াডাঙ্গা পৌর নির্বাচন জমে ওঠেছে : জোর প্রচার প্রচারণায় মাতিয়ে তুলেছেন মেয়র প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রাথী ৪ জনের সকলেই মাঠে জোর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পৌর এলাকার মোড়ে মোড়ে চা দোকানগুলোর অধিকাংশতেই এখন সকাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী আলোচনা। অবশ্য অনেকেই শুধু  শুনছেন। কেউ কেউ ভাবগতি বুঝছেন। চা দোকানিদের কেউ কেউ এরকমই মন্তব্য করে বলেছেন, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন যেমন উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাতে ঘুরছেন পৌর এলাকার সর্বত্র। তেমনই  ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা। ইসলামি আন্দোলনের প্রার্থীর হাত পাখারও প্রচারণা থেমে নেই। মোবাইলফোন প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে জিপু চৌধুরী ছুটছেন এ প্রান্ত থেকে ওপ্রান্তে। 

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তার নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার নৌকা প্রতীক নিয়ে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ফার্মপাড়া, বেলগাছি, বেলগাছি বকচরপাড়া নূরনগর কলোনীতে বাড়ি-বাড়ি গিয়ে দিনব্যাপী গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগ কালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আমি নিজের পরিবারের চেয়ে পৌর উন্নয়নের জন্য বেশি সময় ব্যয় করে থাকি। আমার কর্মদক্ষতার কারণে দেশ-বিদেশের দাতা সংস্থা (ডোনার অর্গানাইজেশন) আমাদের পৌরসভাকে চেনেন। আপনারা আমাকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করলে আমি চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক পৌরসভাতে রূপান্তর করবো ইনশাল্লাহ। গণসংযোগকালে সাথে ছিলেন-পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাবুল হক মালিক লন্টু, নূরনগর কলোনীর আওয়ামী লীগ নেতা গাজী, ইস্রাফিল, ছুদরুল আমিন আহসান, যুবলীগের জাহাঙ্গীর, মুস্তাক, মিজু এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী বিশ্বাস, বেলগাছির দরবেশ মিয়া, আনোয়ার জোয়ার্দ্দার, হাপি জোয়ার্দ্দার, ইলিয়াছ জোয়ার্দ্দার, চাঁদ আলী জোয়ার্দ্দার, সামসুল বিশ্বাস, আকালে জোয়ার্দ্দারসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছেলেন। এছাড়াও টোটন জোয়ার্দ্দারের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, নূরনগরের মর্তূজা মিয়া, অ্যাড. রতন, আক্কাচ আলী মণ্ডল ও বক্স মিয়া ৭নং ওয়ার্ডের নূরনগর, কুলচারা, দিগড়ি, সাতগাড়ি ও ডোমচারার পাড়া/মহল্লায় দিনভর গণসংযোগ অব্যাহত রেখেছেন।

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনার নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সভায় অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিটির প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা ছিলেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, রেজাউল করিম মুকুট, শহিদুল ইসলাম রতন, অ্যাড. আসম আব্দুর রউফ, অ্যাড. শামীম রেজা ডালিম, অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আবু জাফর মণ্টু, রউফুন নাহার রীনা, এসকে সাদী, জাহানারা বেগম, সাইফুর রশীদ ঝন্টু, খালিদ মাহবুব মিল্টন প্রমুখ। সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সমবায় নিউ মাকের্টে দোকানে দোকানে সোনার পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। এ দিকে খন্দকার আব্দুল জব্বার সোনা বিভিন্নস্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার তিনি শান্তিপাড়া, পলাশপাড়া, সাদেক আলী মল্লিকপাড়া, বড়বাজার, ফেরিঘাট রোড, সিগনালপাড়ার, মুসলিমপাড়াসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনার নির্বাচনী গণসংযোগ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ৩টার দিকে শহরের কেদারগঞ্জ নতুন বাজার থেকে শুরু করে কোর্টমোড়, বড়বাজার নিউ মার্কেট, প্রিন্সপ্লাজাসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা বিএনপি নেতা আব্দুল করিম, পৌর যুবদলের আহ্বায়ক হাজি রবিউল হক মল্লিক, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান মোমিন, মিজানুর রহমান লাভলু, জেলা যুবদলের সদস্য ইন্তাজ আলী, জাহিদুল ইসলাম, টনিক, মোবারক হোসেন, লালন, আলিম, শাহিন, ইসরাইল, হবি, শান্ত প্রমুখ।

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী জিপু চৌধুরী মোবাইলফোন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওবায়দুর রহমান চৌধুরী জিপু গতকাল শনিবার নির্বাচনী এলাকার কুলচারা, সাতগাড়ি মোড়, ফার্মপাড়া, হকপাড়া, স্টেশনরোড এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক করেছেন। এ সময় তিনি ভোটারদের সুখ দুঃখের খবর নেন। একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী জিপু চৌধুরী বলেন, আমি মেয়র নয়, পৌরবাসীর সেবক হিসেবে সেবা করতে চাই। তিনি অত্র এলাকার লোকজনের কাছে দোয়া ও ভোট চান। নিজের জীবনের নানা দুঃখ-কষ্ট ও সংগ্রামের কথা তিনি ভোটারদের কাছে ব্যক্ত করেন। মেয়র নির্বাচিত হতে পারলে তিনি পৌরবাসীর সেবক হিসেবে সেবা করার কথা দৃঢ় কন্ঠে ব্যক্ত করেন। এ সময় তার সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন  বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী তুষার ইমরানের হাতপাখা প্রতীকের গণসংযোগ অব্যাহত রয়েছে। নেতৃবৃন্দকে সাথে নিয়ে মেয়র প্রার্থী তুষার ইমরান গতকাল শনিবার সাতগাড়ি, কুলচারা, দিগড়িসহ ৭নং ওয়ার্ডের অধিকাংশ এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোকালে বলেন, মুসলমানরা  ইসলামের পক্ষে ছিলো আছে থাকবে। এটাই স্বাভাবিক সেই সাথে আরো বলেন, আমি নির্বাচিত হলে ইসলামের হাতকে শক্তিশালী করবো। পৌর এলাকা থেকে দুর্নীতিসহ সকল প্রকার অপকর্ম মুক্ত করা হবে ইনশাল্লাহ