মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার হবিবুর রহমানের চায়ের দোকানের কাছে ওই লাশ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ শহরের হবিবুর রহমানের চায়ের দোকানের কাছে পৌঁছে হঠাৎ জ্ঞান হারায়। ওই সময় কতিপয় বাস শ্রমিক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মেহেরপুর হাসপাতালমর্গে রাখা হয়েছে।
বৃদ্ধের গায়ে শ্যামলা ও মুখে দাড়ি, গায়ে একই সাথে ২টি পাঞ্জাবি ও পাঞ্জাবির পকেটে ছিলো ৪৯০ টাকা, পরনে চেক লুঙ্গী, ঘাড়ে একটি তোয়ালে, মাথায় ছিলো টুপি। লাশ মেহেরপুরমর্গে রাখা আছে। তবে এ ব্যাপারে গত রাত সোয়া ৯টায় মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এব্যাপারে কেউ তাকে কিছুই জানাননি।