মেহেরপুরে মৃত নির্মাণ শ্রমিকের পরিবারকে অনুদান প্রদান

মেহেরপুর অফিস: মেহেরপুর ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জেলা যুবলীগের আহ্বায়ক প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন ওই অনুদানের অর্থ তুলে দেন।
ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামছুল আলম আবুলের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক খাকসার আলী, সাবেক সাধারণ সম্পাদক ফুরকান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু প্রমুখ।
পরে ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের প্রয়াত শ্রমিক রুহুল আমিনের স্ত্রী মার্জিয়া খাতুনের হাতে ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও জেলা যুবলীগের পক্ষ থেকে শাড়ি প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক লাভলু, ক্রীড়া সম্পাদক নান্টু, দফতর সম্পাদক মাসুদ রানা, সদস্য রাসেল, আজমত আলী, মিলন শেখ, মোমিন শেখ, যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, ইউনুচ আলী, মালেক হোসেন মোহন, উজ্জ্বল, সোহেল, আব্দুল মতিন, শরাফত শহর ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।