মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুটি বাল্যবিয়ে বন্ধসহ বর-কনের পিতা-মাতার বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিনুজ্জামান গতকাল শুক্রবার বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামের আব্বাস আলী মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী কাকুলীর (১৪) সাথে শুভরাজপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে জুল হোসেনের সাথে বিয়ে ঠিক হয়। একই দিন সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির মনিকার (১২) সাথে তেরঘরিয়া গ্রামের ইজারুল হোসেনের ছেলে জাহিদ হোসেনের বিয়ে ঠিক হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয়ের বাড়ি পৌঁছে বিয়ে ভেঙে দেন। সাথে সাথে কনে কাকুলীর পিতা আব্বাস আলীকে ১৫ দিনের জেল এবং কনে মনিকার পিতা আব্দুল মান্নান ও বর জাহিদ হোসেনের মাতা জাহারুন নেসাকে এক হাজার টাকা করে জরিমানা করেন।