স্টাফ রিপোর্টার: মেহেরপুরের বুড়িপোতায় বাসর রাতেই বরের আত্মহত্যায় বিধবা হলেন নববধূ সীমা খাতুন। গতকাল শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে। ভোররাতে বাড়ির সিঁড়িঘর থেকে স্বামী আজিরুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আজিরুল ইসলাম বুড়িপোতা গ্রামের আব্দুল বারীর ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের ইসরাফিল ইসলামের মেয়ে সীমা খাতুনের সাথে আজিরুলের বিয়ে হয়। সন্ধ্যায় নববধূকে সাথে নিয়ে বাড়ি ফেরেন বর পক্ষ। রাতে বাসরঘরে বর-কনেকে রেখে ঘুমিয়ে পড়েন পরিবারের লোকজন। নববধূ সীমা খাতুন জানান, ভোর ৪টার দিকে আজিরুল বাইরে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছেন না তিনি। আজিরুলের পরিবারের উদ্ধৃতি দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, এর আগে আজিরুলের দু বার বিয়ে হয়েছিলো। দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। বৃহস্পতিবার আজিরুলের পরিবার আবার তার বিয়ে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক। তিনি জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে।