দামুড়হুদায় প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে (ডিএফএল) প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, দামুড়হুদা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম মেম্বার, এআরডিও আরিফুল আজম প্রমুখ। উদ্বোধনী দিনে দামুড়হুদা সেনেটারি হাউজ ও বনানীপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বনানীপাড়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে সেনেটারি হাউজকে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বনানীপাড়া স্পোর্টিং ক্লাবের এমদাদ। রেফারি ছিলেন কাজল, ইকতিয়ার ও সালাউদ্দিন। ধারাভাষ্য দেন জান মোহাম্মদ ও জান্টু মাস্টার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম সদু।