দর্শনায় হরিজন সম্প্রদায়ের কমিটির ত্রিবার্ষিক নির্বাচন : লক্ষ্মীচাঁদ সভাপতি রামু সাধারণ সম্পাদক নির্বাচিত

দর্শনা অফিস: দামুড়হুদা-জীবননগর উপজেলা এবং দর্শনা পৌরসভায় বসবাসরত হরিজন সম্প্রদায়ের কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দর্শনা কেরুজ হরিজন বস্তিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০৮ ভোটারের মধ্যে ১৭৬ ভোট পোল হয়েছে। এ নির্বাচনে লক্ষ্মীচাঁদ ছাতা প্রতীকে ১২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী জগদিস বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৫২ ভোট। সহসভাপতি পদে রঞ্জিত ফুটবল প্রতীকে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবলু ওরফে জয়গোলাপ ফুল প্রতীকে ৪৮ ও সুমন আনারস প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রামু বাঁশফোড় দাড়িপাল্লা প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী টাইগার গরুরগাড়ি প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট। প্রচার সম্পাদক পদে শংকর মোড়ক প্রতীকে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা পর্ষদে ছিলেন রঞ্জন বাঁশফোড়, সোহেল বাঁশফোড়, ময়না বাঁশফোড়, রতন বাঁশফোড়, রাম বাবু, আগবার, চন্দন, রানা, জীবন প্রমুখ।