চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তার নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার নৌকা প্রতীক নিয়ে পৌর এলাকার বিভিন্ন পাড়া/মহল্লায় দিনভর মেয়র টোটন জোয়ার্দ্দোরের পক্ষে আলহাজ্ব আশাবুল হক লণ্টু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরতের নেতৃত্বে কুলচারা, দিগড়ী, সাতগাড়ী ও ডোমচারা এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জালাল বিশ্বাস, রতন বিশ্বাস, মানিক বিশ্বাস, আক্কাচ আলী মণ্ডল ও বক্স মিয়াসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের স্বার্থে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। এছাড়া বিকেলে পৌর আওয়ামী লীগের সভাপতি হাজরাহাটি গ্রামের বিশিষ্ট ব্যবসয়ী সমাজসেবক সেলিম উদ্দিনের নেতৃত্বে হাজরাহাটি গ্রামে গণসংযোগ করা করা হয়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সন্ধ্যায় মাঝেরপাড়া, জোয়ার্দ্দারপাড়ায় গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা, যুবনেতা লাবলু, মিলু, হাসান, টিপু সুলতান, বাতেন ও সাইদ, ছাত্রনেতা শাহাবুল, টিটন ও লোসন এবং মাঝেরপাড়া নবীন প্রবীন জাগরণ সংঘের সভাপতি আবু তালেব মণ্ডল ও রেজা হোসেন জোয়ার্দ্দার ও ওসমান আলী মণ্ডলসহ সংঘের সকল সদস্যবৃন্দ। তিনি ভোটারের নিকট ভোট প্রার্থনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। রাত ৮টার দিকে বড়বাজার দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী সুরেশ সাহার সভাপতিত্বে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় তিনি সকলের কাছে ভোট প্রার্থনাসহ দোয়া চান। মতবিনিময়সভায় বক্তব্য রাখেন বড়বাজার দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কিংকর দে, সহসম্পাদক শ্যামল কুমার দে, সাংগঠনিক সম্পাদক বাদল কুমার সাধু খাঁ। সভায় এলাকার হিন্দু সম্প্রদায়ের সকল বাসিন্দা উপস্থিত ছিলেন। উপস্থিত নারী-পুরুষ সবাই নৌকা প্রতীকের প্রতি পূর্ণ সমর্থন দেন।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা গতকাল শুক্রবার দিনব্যাপী ধানের শীষ প্রতীক নিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, মজিবুল হক মালিক মজু, আলী মাসুদ জোয়ার্দ্দার বাবু, শফিকুল ইসলাম পিণ্টু, আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, ছাত্র নেতা শরিফ উর জ্জামান সিজার প্রমুখ। বিকেলে ঝিনাইদহ বাসস্ট্যাণ্ড এলাকা, নুরনগর, নুরনগর কলোনীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথখসভা করেন। এ সময় তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপু তার নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শুক্রবার নুরনগর কলোনী, এতিমখানাপাড়াসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও কয়েকটি উঠোন বৈঠক করেন। বৈঠকে ওবায়দুর রহমান চৌধুরী বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করবো এটাই আমার ইচ্ছা এবং আমি নির্বাচিত হলে পৌর পিতা নয়, পৌরবাসীর সেবক হয়ে উন্নয়নের সার্বিক কাজ করবো ইনশাল্লাহ।