কার্পাসডাঙ্গা আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা মিশন জয়ী
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা মিশন জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ফুটবল মাঠে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে হুদাপাড়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে কার্পাসডাঙ্গা মিশন একাদশ। জয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত ধ্রুব সরকার। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রনি ও কামাল। খেলাটি পরিচালনা করেন তিতুয়ার, নিপ্পন ও টিটু।