আলমডাঙ্গা ব্যুরো: আ.লীগের দলীয় প্রার্থী হাসান কাদির গনুর পৌর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা আ.লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আ.লীগের সহসভাপতি লুৎফর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, পৌর সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রম সম্পাদক আহসান মৃধা, আজিজুল হক, মীর মহর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মহিলা সভানেত্রী শাহিদা ইসলাম, এনামুল কবীর, মুক্তিযোদ্ধা কুরবান আলী, মিন্টু, জয়নাল আবেদীন, শাহানাজ করীম, হাসিনা প্রমুখ।
অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী মীর মহিউদ্দীন দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার তিনি শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গনসংযোগ করেন। এছাড়াও তিনি বিকেলে ৭ ও ৮নং ওয়ার্ডে নওদাবণ্ডবিল, গোবিন্দপুর, দোয়ারপাড়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কুশলাদি বিনিময় ও নিজ প্রতীক ধানের শীষে ভোট এবং সমর্থন চেয়েছেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন চ্যারাক আলী, ফারুক, তাতীদলের সভাপতি নওশের আলী, হাজি আলফাজ উদ্দিন, মুন্সি আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, আলিম উদ্দিন, কামাল উদ্দিন, মুনসুর আলী, নান্নু, নিজাম উদ্দিন মোল্লা প্রমুখ।
এছাড়া জাসদ দলীয় প্রার্থী এম সবেদ আলী দিনভর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার তিনি ৭নং ওয়ার্ডের মাঠপাড়া, দোয়ারপাড়া ও বণ্ডবিল গ্রামের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কুশলাদি বিনিময় ও নিজ প্রতীক মশালে ভোট এবং সমর্থন চেয়েছেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন আকরাম মাস্টার, ঠাণ্ডু মাস্টার, সাজ্জাদ মাস্টার, আহসান মাস্টার, আজহার মণ্ডল, জনি, জিকরুল, কামাল, কেসমত, নজরুল, আজম, মজিবর মাস্টার হারন মাসু প্রমুখ।