আলমডাঙ্গা ব্যুরো: নির্ধারিত আকারের চেয়ে বড় সাইজের পোস্টার টাঙানোর অভিযোগে আলমডাঙ্গায় বিএনপির দলীয় মেয়র প্রার্থী মীর মহি উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার শহরে বিদ্যুত পোলের সাথে লাগানো মীর মহিউদ্দীনের বড় সাইজের পোস্টার খুলে নেয়ার সময় প্রতিপক্ষের সমর্থকরা তা আটকে রেখে নির্বাচন অফিসে সংবাদ দেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মীর মহিউদ্দীনের নির্বাচনী প্রতীক সংবলিত বড় সাইজের পোস্টার সম্প্রতি শহরের সড়কের বিদ্যুত পোলে টাঙানো হয়। বিষয়টি অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে প্রশ্ন তোলেন। গতকাল ওই পোস্টারগুলো বিদ্যুত পোল থেকে নামিয়ে নেয়া হচ্ছিলো। সন্ধ্যায় রেলস্টেশনের সামনে থেকে পোস্টার নামানোর সময় আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীর সমর্থকরা সে পোস্টারগুলি বিলবোর্ড দাবি করে তা আটকে রেখে উপজেলা নির্বাচন অফিসারকে সংবাদ দেন। পরে উপজেলা নির্বাচন অফিসার ছামিউল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান ঘটনাস্থলে পুলিশসহ ছুটে যান। এক পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মহি উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাচন কমিশন নির্ধারিত পোস্টারের সাইজ দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার প্রস্থ ৪৫ সেন্টিমিটারের বেশি হওয়ায় পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ৮ (১) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। ঘটনাস্থলেই জরিমানা পরিশোধ করা হয়। জব্দ করা হয় পোস্টারগুলো।