বাংলাদেশ কিন্ডারগার্র্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা শুরু

 

বাংলাদেশ কিন্ডারগার্র্টেন অ্যান্ড প্রিক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় ৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩টি কেন্দ্রে মোট ২৫টি স্কুলের ৭০৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৯১, আলমডাঙ্গা হাটবোয়ালি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১০৩ ও  দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে ১১২ জন। বাংলাদেশ কিন্ডারগার্র্টেন অ্যান্ড প্রিক্যাডেট স্কুল ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ক্লাসিক মডেল একাডেমির অধ্যক্ষ মফিজুর রহমান জোয়ার্দ্দার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Leave a comment