বখতিয়ার হোসেন বকুল: পৌরসভা নির্বাচন-২০১৫ উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে দামুড়হুদায় মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার মো. রমজান আলী, জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন, সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মতিয়ার রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী ৩০ ডিসেম্বর দর্শনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে যা যা করা প্রয়োজন তা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, ৱ্যাব ও বিজিবির প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। এলাকায় যে যতোবেশি জনপ্রিয় ভোটযুদ্ধে তার জয়লাভের সম্ভাবনাও বেশি। আপনারা আপনাদের জনপ্রিয়তাকে কাজে লাগান। মনে রাখবেন আইন অমান্যকারী কাউকে ছাড় দেয়া হবে না।