লটারির টিকেট বিক্রি করা দুটি অটো ছিনতাইকারীদের কবলে

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের মেলার ৱ্যাফেল ড্র’র লটারির টিকেট বিক্রি করা দুটি অটো ছিনতাইকারীদের কবলে পড়েছে। গতরাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ও গোপালপুর গ্রামের মধ্যবতী স্থানে একদল ছিনতাইকারী দুটি অটোর দু চালক ও দু টিকেট বিক্রেতাকে লাঠি দিয়ে মেরে তাদের কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার দুটি অটোর দু চালক রফিক ও তামিন এবং টিকেট বিক্রেতা দুজন কাজল এ মিঠুন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, ‘প্রতিদিনই সকালে মেলার ওই লটারির টিকেট বিক্রির জন্য অটো নিয়ে প্রত্যন্ত অঞ্চলের উদ্দেশে ছুটি। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদার দলকা-লক্ষ্মীপুর, ভগিরথপুরসহ মুজিববনগর এলাকায় টিকেট বিক্রি করে ফিরছিলাম। রাত সাড়ে ৮টার দিকে গোপালপুর গ্রাম পেরিয়ে রামনগর-কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের দিকে পৌছুনোর আগেই সালাউদ্দীন মিয়ার গোডাউনের নিকট ৬/৭ জনের একদল ছিনতাইকারী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দুটি অটোর গতিরোধ করে। লাঠিসোঁটা দিয়ে মারপিট করে। টিকেট বিক্রির প্রায় ২৫ হাজার টাকা, দুটি মোবাইলফোন ও প্রায় ১ হাজার টিকেট ছিনিয়ে নেয়।’

ছিনতাইয়ের শিকার ৪ জন ঘটনার পর ভালাইপুর মোড়ে পৌঁছে বর্ণনা দেন। গোকুলখালী ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ভালাইপুর মোড়ে পৌঁছে ঘটনার বর্ণনা শোনেন। পরে ছিনতাইকারী সম্পর্কে তথ্য নেয়ার উদ্যোগ নেয় পুলিশ। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ছিনতাইয়ের সাথে জড়িত তেমন কাউকে ধরতে পারেনি।

Leave a comment