বিএসএফের ক্যাম্পে বাংলাদেশি যুবকের লাশ

স্টাফ রিপোর্টার: দিনাজপুর সদর উপজেলার মোহনপুরে আত্রাই নদীর ভারতীয় সীমানা থেকে গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করে বিএসএফের সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে গেছেন। দিনাজপুর বিজিবির ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম সাদেকুল ইসলাম (২০)। তিনি দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মোহনপুর সীমান্তের বনতাড়া গ্রামের কৃষক মোকসেদুল ইসলামের ছেলে। সাদেকুল কীভাবে মারা গেছে তা জানা যায়নি। বিএসএফ বিজিবিকে জানিয়েছে, গতপরশু সন্ধ্যায় ভারতের রসুলপুর ও কামদেবপুর বিএসএফ ক্যাম্পের মাঝামাঝি স্থানে কান্দুয়াপাড়া গ্রামে আত্রাই নদীতে বিএসএফ সদস্যরা লাশটি দেখতে পায়। পরে তারা সেটি উদ্ধার করে রসুলপুর ক্যাম্পে নিয়ে যান।