নেপালকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় খেলাটি শুরু হয়। ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। শাখাওয়াত রনি গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তার গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় মারুফুল হকের শিষ্যরা। বিরতির পর উভয় দল সমানে-সমান আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয়ের মধ্যদিয়েই শেষ হয় উভয় দলের সাফ প্রস্তুতি।

২৩ ডিসেম্বর ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের একাদশতম আসর। এ আসরে অংশ নেবে বাংলাদেশ। এক যুগ আগে জেতা শিরোপা পুনরুদ্ধার করতে গেল ২৮ নভেম্বর থেকে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ দল।