দর্শনা মেমনগরে পূজা মন্দিরের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

দর্শনা অফিস: দর্শনা মেমনগর দাসপাড়া পূজা মন্দিরের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দাসপাড়া পূজা মন্দিরের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মঞ্জু বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরমুক্ত ও অসম্প্রদায়িক সোনার বাংলাদেশের। বঙ্গবন্ধুর এ স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম নিরপেক্ষবাদ এ দেশে সব জাতি এক সুতোয় যেন গাঁথা। তাই আসুন সম্প্রতির বাঁধনে আবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সহসভাপতি মোশাররফ হোসেন, দর্শনা পৌর আ.লীগের যুগ্মসম্পাদক মোজাহারুল ইসলাম, আ.লীগ নেতা আ. রফিক কাবি, গোপাল দাস, আবু ফয়সাল, হারুন অর রশিদ, অনন্ত দাস, ফলেহার, বিপুল, নয়ন, স্বপন, মদন প্রমুখ।

Leave a comment