ঢাবির টয়লেট থেকে দগ্ধ অবস্থায় ছাত্রীকে উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টয়লেট থেকে গায়ে আগুন লাগা অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত ওই শিক্ষার্থী কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। জানা গেছে, একই বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগ ৩য় বর্ষের ছাত্র জ্যাবলিনের সাথে ওই ছাত্রীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি জ্যাবলিন অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। অভিমান ও ক্ষোভে বৃহস্পতিবার বিকেলে টিএসসির দ্বিতীয় তলার একটি টয়লেট ঢুকে ওই ছাত্রী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে চিৎকার ও ধোঁয়া দেখে অন্য শিক্ষার্থীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে।